শুক্রবার, ২রা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান
  • সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য
  • হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রতিবেদন উপস্থাপন
  • ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি
  • শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়
  • শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ
  • ‘শ্রমিক-মালিকদের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে’
  • মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে
  • জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া
  • বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৪, ১১:০১

হিমালয় কন্যা পঞ্চগড়ে বছরের শেষ দিনে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকতে দেখা গেছে জেলার চারপাশ। বেলা বাড়লেও দেখা মিলেনি সূর্যের।

সঙ্গে বেড়েছে কনকনে শীতের তীব্রতা।

আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলার পথঘাট। সোমবার রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। রাতভর ঝরতে থাকে বৃষ্টির মতো কুয়াশা।

মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলো। হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে, ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এরপরও ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষেরা।

জানা গেছে, উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাস অব্যাহত থাকায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। এ আবহাওয়ায় দিনমজুর, কৃষি শ্রমিক ও রিকশা-ভ্যান চালকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, সোমবার (৩০ ডিসেম্বর) রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তা একদিনের ব্যবধানে বেড়ে ১০ দশমিক ৯ ডিগ্রির ঘরে গিয়ে দাঁড়িয়েছে। সঙ্গে বেড়েছে ঘন কুয়াশা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর