বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়

বাইডেনের নিষেধাজ্ঞা সরিয়ে ইসরায়েলকে ২০০০ পাউন্ডের বোমা দিচ্ছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৫, ১৬:২১

গাজা যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে ২০০০ পাউন্ড বোমা দেওয়ার বিষয়টি আটকে রেখেছিলেন। তবে ক্ষমতায় এসেই সেই বাধা সরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। খবর টাইমস অব ইসরায়েলের।

শনিবার ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ‘অনেক জিনিসের ক্রয়াদেশ দিয়ে ইসরায়েল সেগুলোর মূল্য পরিশোধ করেছে, কিন্তু বাইডেন সেগুলো পাঠাননি, এখন সেগুলো তাদের পথে আছে।’

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আকাশযান এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা সেগুলোকে ছেড়ে দিয়েছি। আমরা সেগুলোকে আজই ছেড়েছি। তারা সেগুলো পেয়ে যাবে। তারা এগুলোর জন্য অর্থ দিয়েছে আর দীর্ঘদিন ধরে সেগুলো পাওয়ার জন্য অপেক্ষা করে আছে।

শক্তিশালী এ বোমাগুলো সরবরাহের অনুমতি কেন দিলেন, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “কারণ তারা সেগুলো কিনেছে।”

গাজা যুদ্ধ চলাকালে বাইডেন ইসরায়েলের সব অস্ত্রের চালান ছেড়ে দিলেও এই চালানটি আটকে রেখেছিলেন। কারণ তার আশঙ্কা ছিল, বিধ্বংসী এই অস্ত্র গাজার ঘনবসতিপূর্ণ অংশে বেসামরিক জনগণের ওপর নিক্ষেপ করা হতে পারে।

গত শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রায় সব মার্কিন বৈদেশিক সহায়তা স্থগিত করে।

২০০০ পাউন্ডের বোমাগুলোর চালান ছেড়ে দেওয়ার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তটি সেই সময়ই নেওয়া হয়েছে বলে টাইমস অব ইসরায়েলের। তবে ওই সিদ্ধান্তের মধ্যে ইসরায়েল এবং মিশরকে সামরিক সহায়তা অব্যাহত রাখার ব্যতিক্রম সিদ্ধান্তটিও নেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর