মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব
  • যুদ্ধাবস্থায় আছি, পুলিশকে সজাগ থাকতে হবে
  • গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল
  • এলজিইডির ৩৬টি কার্যালয়ে দুদকের অভিযান চলছে
  • রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কিছুই বাস্তবায়ন হবে না
  • প্রবাসীদের ‘ভোটিং সিস্টেম’ নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠকে ইসি
  • ঢাকায় ৫০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
  • জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন
  • সরানো হলো আরও এক উপদেষ্টার পিএসকে

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে ফের দুই বিমানের সংঘর্ষ, নিহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৭

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মাঝ আকাশে দুটি ছোট আকারের উড়োজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছে বলে স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যারিজোনার একটি বিমানবন্দরের কাছে মাঝ আকাশে দুটি ছোট উড়োজাহাজের সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, সেসনা ১৭২-এস এবং ল্যানসেয়ার ৩৬০ এমকে ২—মডেলের দুটি এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজের মাঝ আকাশে সংঘর্ষ হয়। এ সময় প্রতিটি উড়োজাহাজে দুজন করে যাত্রী ছিলেন।

এনটিএসবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমান দুটি রানওয়ে ১২-এর ওপর থাকাকালে সংঘর্ষে জড়ায়। এটি মারানা আঞ্চলিক বিমানবন্দরের দুটি রানওয়ের মধ্যে একটি।

সংস্থাটি আরও জানায়, সেসনা ১৭২-এস নিরাপদে অবতরণ করলেও ল্যানসেয়ার ৩৬০ এমকে-২ রানওয়ে ৩-এর কাছে ভূমিতে আছড়ে পড়ে এবং সংঘর্ষের পরপরই তাতে আগুন ধরে যায়। নিহতদের সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

এই প্রাণঘাতী সংঘর্ষ সাম্প্রতিক কিছু বিমানসংক্রান্ত দুর্ঘটনার ধারাবাহিকতায় ঘটল। গত মাসে ওয়াশিংটন ডিসিতে এক সামরিক হেলিকপ্টার আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৬৪ জন যাত্রী ও তিন ক্রু নিহত হন।

ওই একই সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি ছোট চিকিৎসা পরিবহন বিমান কয়েকটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ছয়জনসহ অন্তত সাতজন নিহত হন।

সর্বশেষ গত সোমবার কানাডার টরন্টোতে ডেলটা এয়ার লাইনসের একটি ফ্লাইট রানওয়েতে আগুন লাগার পর পিছলে উল্টে পড়ে যায়। তবে বিমানে থাকা ৮০ জনই বেঁচে যান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর