প্রকাশিত:
৩ মার্চ ২০২৫, ১৩:৫৩
ফরিদপুরের ভাংগায় ঢাকা-বরিশাল মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় রাস্তায় পড়েছিল এক যুবকের ছিন্নভিন্ন মরদেহ। এদূর্ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।
এমন দূর্ঘটনাটি ঘটে রবিবার (২ মার্চ) রাত ৮ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাংগা উপজেলার চুমুরদী বাবলাতলা নামক স্থানে।
নিহত যুবকের নাম ওদুদ ফকির (২৫)। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার লোকমান ফকিরের ছেলে এবং আহত যুবক একই এলাকার বাবুল ফকিরের ছেলে রিয়াজুল ফকির (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে দুইজন রাজৈর যাওয়ার পথে ভাংগার বাবলাতলা নামক স্থানে এসে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরে পড়ে গেলে অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী ওদুদ ফকির ঘটনাস্থলেই নিহত হয় এবং মোটরসাইকেল চালক রিয়াজুল ফকির গুরুতর আহত হয়।
এবিষয়ে ভাংগা হাইওয়ে থানার এসআই মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন: