প্রকাশিত:
৫ মার্চ ২০২৫, ১৬:৪১
প্রকল্পের গায়েব নথি ও দুর্নীতির সন্ধানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৫ মার্চ) সংস্থাটির সহকারি পরিচালক কামিয়াব আফতাহি উন নবীর নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়।
কামিয়াব আফতাহি উন নবী বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনাসমূহ সংরক্ষণ ও পুনর্নির্মাণ প্রকল্পের নথি গায়েব, প্রকল্প বাস্তবায়নে অসঙ্গতিসহ বেশ কিছু অভিযোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘অভিযানে সংগ্রহ করা নথিপত্র বিশ্লেষণ করে দুর্নীতির প্রমাণ মিললে পরবর্তীতে ব্যবস্থা নেxয়া হবে।’
দুদকে আসা আভিযোগে জানা যায়, গত সাত বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অন্তত ১০টি প্রকল্প হাতে নিয়েছে, যা টাকার অংকে ৫ হাজার কোটি টাকারও বেশি। প্রতিটি প্রকল্পেই অসঙ্গতি খুঁজে দেখতে চায় দুর্নীতি দমন কমিশন।
মন্তব্য করুন: