রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫, ১৪ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে
  • শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, ন্যায় ও পরিবেশ রক্ষার দায়বদ্ধতা
  • আমরা দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই
  • এবার বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬২ পুলিশ সদস্য
  • রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
  • কেউ যাতে নিপীড়নের মুখে না পড়ে এমন বাংলাদেশ গড়তে চাই
  • ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত
  • পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
  • আইন উপদেষ্টাকে নিয়ে ভারতের গণমাধ্যমে মিথ্যা প্রতিবেদন
  • বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

আইসিসিকে ধুয়ে দিলেন মিলার

খেলা ডেস্ক

প্রকাশিত:
৬ মার্চ ২০২৫, ১৭:১০

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর সূচি নিয়ে বিতর্ক চলছে তো চলছেই। এবার সে আগুনে ঘি ঢাললেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার। তিনি এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

পাকিস্তানে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের আগে সংক্ষিপ্ত সফরে দুবাই যেতে হয় দলটাকে। মিলার আইসিসির এই সিদ্ধান্তের সমালোচনা করেন।

বুধবার লাহোরে ৫০ রানে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা। যেখানে রান তাড়ায় মিলারের ৬৭ বলে করা সেঞ্চুরি বিফলে যায়।

চ্যাম্পিয়ন্স ট্রফির অদ্ভুত সূচির কারণে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে গ্রুপ পর্বের ম্যাচ শেষ করে দুবাই সফরে যেতে হয়। যাতে সম্ভাব্য সেমিফাইনালের জন্য প্রস্তুতি নেওয়া যায়।

তবে ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হলে, দক্ষিণ আফ্রিকাকে আবার পাকিস্তানে ফিরে আসতে হয়। ভারতের রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফরে অস্বীকৃতির ফলেই আইসিসি তাদের সব ম্যাচ দুবাইয়ে আয়োজনের সিদ্ধান্ত নেয়, যা এই জটিলতার কারণ হয়ে দাঁড়ায়।

ম্যাচ শেষে মিলার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফ্লাইট মাত্র এক ঘণ্টা ৪০ মিনিটের ছিল, কিন্তু আমাদের এই যাত্রাটা করতে হওয়াটা আদর্শ পরিস্থিতি ছিল না। ম্যাচের পর ভোরবেলা আমাদের উড়াল দিতে হয়, বিকেল ৪টায় দুবাই পৌঁছাই, আর সকাল ৭টা ৩০ মিনিটে আমাদের আবার পাকিস্তানে ফিরতে হয়। এটা মোটেও সুবিধাজনক ছিল না। যদি দীর্ঘ ফ্লাইট হতো এবং পর্যাপ্ত বিশ্রামের সময় পাওয়া যেত, তাহলে কিছুটা সহনীয় হতো। তবে এভাবে যাতায়াত করা মোটেও আদর্শ ছিল না।’

মিলার ৬৭ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জয় এনে দিতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পরাজয়ের ফলে ফাইনালে ব্ল্যাক ক্যাপসের প্রতিপক্ষ হয়েছে ভারত, যারা দুবাইয়ে রবিবার শিরোপার জন্য লড়বে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর