ফরিদপুরের ভাংগা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বরের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত, মানহানিকর সংবাদ ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রবিবার(৯ মার্চ) বিকেলে উপজেলার পূর্ব হাসামদিয়া গ্রামে বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে সজিব মাতুব্বর লিখিত বক্তব্যে বলেন, আমি গত শনিবার(৮ মার্চ) ফেসবুকের মাধ্যমে দেখতে পারি ভাংগা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামের মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে তারেক আহমেদ লিংকন আমার ছবি ব্যানারে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানেয়াট তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে। তিনি সেই ভিডিওর মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করে যে, ২০২৪ সালের ৫ আগষ্ট সৈরাচার সরকারের পতনের পর তাহার সম্পত্তি আমি আমার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বেলায়েত গংদের দখল করে দিয়েছি। কিন্ত বেলায়েত গংদের সাথে আমার রাজনৈতিক বা পারিবারিক কোনো সম্পর্ক নাই৷
এসময় তিনি অভিযোগ করে বলেন, আমাকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার নামে মিথ্যা বানোয়াট অসত্য তথ্য দিয়ে তারেক আহমেদ লিংকন সংবাদ সম্মেলন করেছে। এসব অসত্য তথ্য প্রকাশ করে তারেক আহমেদ লিংকন আমার মানহানি করেছে।
তিনি তারেক আহমেদ লিংকনের এই কার্যকলাপ ও মিথ্যাচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। এসময় সংবাদ সম্মেলনে ভাংগা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: