প্রকাশিত:
১৬ মার্চ ২০২৫, ১৪:৪৪
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পাড় জামিরতা গ্রামে মৃত মজাই মোল্লার পুত্র আইয়ুব আলী নিজ বাড়িতে উচ্চ পদস্থ কর্মকর্তা মনসুর আলম জুয়েল এর প্রভাব খাটিয়ে পুলিশ দিয়ে হয়রানি ও জায়গা দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।
গত ১৫ মার্চ শনিবার মোঃ আইয়ুব আলী বলেন, গত ২৪ সালের জুলাই পূর্বে আমার ক্রয়কৃত সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করে। সোনাতনী ইউনিয়নের মৃত রশিদ মাষ্টারের পুত্র মনসুর আলম জুয়েল এর প্রভাব খাটিয়ে তাহার ভাই পানি উন্নয়ন বোর্ড অধীনস্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান রুবেল, ব্যাংকার মোঃ রিপনসহ অন্যান্য বহিরাগত লোকজন নিয়ে এসে আমাকে হুমকি দিয়ে আমার বৈধ জায়গা অবৈধভাবে দখলের চেষ্টা করিলে আমি শাহজাদপুর আদালতে একটি বাটোয়ারা মামলা দায়ের করি এবং সে মামলার প্রেক্ষিতে নিষেধাজ্ঞা জারি হয়। এরপর প্রশাসনিক ক্ষমতার বলে বিভিন্ন সময়ে পুলিশ দিয়ে হয়রানি করতে থাকে আমাকে ও আমার পরিবারকে। এ বিষয়কে কেন্দ্র করে বেশ কয়েক মাস পূর্বে গভীর রাতে আমাকে পুলিশ দিয়ে ধরে নিয়ে থানাতে প্রেরণ করে এবং আমি জেল থেকে বের হয়ে সুন্দর ভাবে জীবন যাপন করছি। এরই মধ্যে গত চারদিন আগে আবার পুলিশ দিয়ে আমাকে ভয়ভীতি দেখানো হয়। এমতাবস্থায় আমি ভয় ভীতি নিয়ে জীবন যাপন করছি। প্রশাসনের নিকট আমার আকুল আবেদন আইনের দৃষ্টিকোণ থেকে সঠিকভাবে বিচার করে আমার নিরাপত্তা প্রদানের জোর অনুরোধ জানাচ্ছি।
মন্তব্য করুন: