প্রকাশিত:
১৭ মার্চ ২০২৫, ১৩:১৯
চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১২০ মিনিট লড়াই করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। এর ঠিক ৬৭ ঘণ্টার মাথায় লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। এতে এমবাপ্পে-রদ্রিগোদের পারফরম্যান্সে ক্লান্তির ছাপ ফুটে উঠেছে। তাই অন্তত ৭২ ঘণ্টা বিরতি না পেলে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছেন রিয়াল বস কার্লো আনচেলত্তি।
ভিয়ারিয়ালের মাঠে হুয়ান ফয়থের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর রিয়ালকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। পাঁচ মিনিটের মধ্যে আরও একটি গোল করে দলকে জেতান ফরাসি এই তারকা। কিন্তু বিরতির পর দেখা যায় ভিন্ন ছিত্র। খেলোয়াড়রা ক্লান্ত হয়ে বসে-শুয়ে পড়তে দেখা যায়।
কারণ, চ্যাম্পিয়নস লিগে লম্বা সময় লড়াই করার পর ৭২ ঘণ্টা না পেরোতেই মাঠে নামতে হয় তাদের। অথচ ফিফা থেকে ৭২ ঘণ্টার মধ্যে ম্যাচ না খেলানোর ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। এবার খেললেও অবশ্য ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন রিয়াল কোচ।
কার্লো আনচেলত্তি বলেন, ‘আমি মনে করি শেষবার আমরা ৭২ ঘণ্টার আগে ম্যাচ খেললাম। ভবিষ্যৎতে এমনটা আর হবে না। আমরা লা লিগাকে দুইবার খেলার সময় পরিবর্তন করতে বলেছিলাম, তারা কিছুই করেনি। তবে এটাই শেষবার।
এর মাঝেই শুরু হয়েছে আন্তর্জাতিক বিরতি। বিশ্বকাপ বাছাই ও নেশনস লিগসহ দেশের জার্সিতে ম্যাচ খেলবে ফুটবলাররা। রিয়ালের পরবর্তী ম্যাচে আগামী ৩০ মার্চ। ঘরের মাঠে লেগানেসকে মোকাবেলা করবে তারা।
মন্তব্য করুন: