প্রকাশিত:
১৮ মার্চ ২০২৫, ১৬:১১
যশোরে বাড়ির ভেতরে ঢুকে মীর সামির সাকিব সাদী নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার রাত পৌনে ১২টার দিকে যশোর শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মীর সামির সাকিব সাদী ওই এলাকার মীর শওকত আলীর ছেলে।
নিহতের চাচাতো ভাই রাকিব জানান, রাত পৌনে ১২টার দিকে তিনি ও সাদী বাড়ি ফেরেন। বাড়ির উঠানে মোটরসাইকেল ঢুকানোর সময় পেছন থেকে সাদীকে চাকু দিয়ে আঘাত করে। এরপর তাকে গুলি করে। এক রাউন্ড গুলির পর গুলি বের হচ্ছিলো না। এসময় তিনি হামলাকারী ট্যাটু সুমন, মেহেদীসহ তার ৪/৫ সহযোগীকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে তারা আরও ৫/৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। সাদীর বুকে দুটি গুলিবিদ্ধ হন। এরপর সাদীকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সাদী রেলবাজারের ইজারাদার। হামলাকারীরা বাজার এলাকায় চাঁদাবাজি করতো। তাদের প্রশ্রয় না দেয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
জাবিতে ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার, সাময়িক বরখাস্ত ৯ শিক্ষকজাবিতে ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার, সাময়িক বরখাস্ত ৯ শিক্ষক
এদিকে নিহতের খালা জানিয়েছেন, হামলাকারীরা কিছুদিন আগে তার ছেলেকে গুলি করে হত্যা চেষ্টা চালায়। আজ সাদীকে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে যশোর অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা জানতে পারেননি তিনি।
মন্তব্য করুন: