শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তন্ময়সহ শেখ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
  • সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ
  • ২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
  • কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই
  • ওয়ার্ড সচিব ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার
  • নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি

শিক্ষার্থীবান্ধব রাজনীতি

শিবির দেয়, ছাত্রদল পড়ায়!

রবিউল আলম

প্রকাশিত:
২৯ মার্চ ২০২৫, ১৫:১৭

বিপ্লবোত্তর সময়কার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন একতা, সংহতি ও সৌহার্দপূর্ণ সেতুবন্ধন। এক কাতারে মিশে একাকার। উদ্দেশ্য একটাই— ১৬ বছরের ফ্যাসিবাদ ও মুজিববাদ উৎখাত করা। তবে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যার যার স্বীয় পরিচয়ে অবস্থান নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। একের পর এক গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক সংগঠনও। তবুও ফ্যাসিবাদী ষড়যন্ত্রের প্রশ্নে আপসহীন তারা। এদিকে পেশিশক্তির ছাত্র-রাজনীতির গ্রহণযোগ্যতা হারিয়ে নড়েচড়ে কিংবা ঝেঁকে বসতে শুরু করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। প্রাধান্য পাচ্ছে বুদ্ধিবৃত্তিক শিক্ষার্থীবান্ধব ছাত্র রাজনীতি।

পবিত্র রমজান মাস ঘিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিন্নধর্মী বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতামূলক কর্মসূচি এমনটা প্রমাণ করে। বিভিন্ন ক্যাম্পাসে কুরআন বিতরণ, কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, ইফতার কর্মসূচি, কুইজ, প্রকাশনী উৎসব ও ব্রিলিয়ান্ট মিট'স সহ দাবি আদায়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলোকে শিক্ষার্থীবান্ধব প্রতিযোগিতা করতে দেখা যায়। এরমধ্যে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের মাসব্যাপী ‘কুরআন বিতরণ কর্মসূচি’ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের ‘কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা’ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। এ যেন শিবির দেয়, ছাত্রদল পড়ায়।

ছাত্রদলের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা:

গত ১৮ মার্চ পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত তিন দিনব্যাপী হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গত ২৩ মার্চ পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে রমজান মাস উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিকেল ৩ টায় কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে তেলাওয়াত প্রতিযোগিতাটি শুরু হয়।

কেন্দ্রীয় ঘোষিত তিলাওয়াত প্রতিযোগিতাকে সফল করতে ১১ মার্চ রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পোস্টার লাগানো ও লিফলেট বিতরণ করেছে জবি ছাত্রদলের নেতাকর্মীরা।

গত ১১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার মুক্তমঞ্চে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে রাবি শাখা ছাত্রদল। এর পর ১৫ মার্চ দুই সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ সহ কুরআন তিলাওয়াতেরও আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রশিবিরের কুরআন বিতরণ:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের রমজান মাস উপলক্ষ্যে প্রাথমিক পর্যায়ে ৫০০ শিক্ষার্থীদের মধ্যে কুরআন বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির। গত ১৮ মার্চ ২৫০০ শিক্ষার্থীকে কুরআন উপহার দেয়ার ঘোষণা জবি ছাত্রশিবিরের।

এর পরদিন ১৯ মার্চ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গণ-কুরআন উপহার কর্মসূচির আয়োজন করেছে শেকৃবি ছাত্রশিবির। ছাত্রশিবিরের সহযোগী সংগঠন শেকৃবি দাওয়াহ অ্যাসোসিয়েশন-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১২ শত শিক্ষার্থীর মাঝে কুরআন প্রদান করা হয়।

এর আগে ১১ মার্চ সংগঠনের শহীদ দিবস উপলক্ষে দুই হাজার শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে অর্থসহ কুরআন বিতরণ করা হয়েছে। ২৭ জানুয়ারি শিবিরের সহযোগী সংগঠন 'দাওয়াহ সোসাইটি'র ব্যবস্থাপনায় মুক্ত মঞ্চে এ কুরআন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এভাবে ভিন্ন কৌশলে চবি, জাবি ও শাবিপ্রবি ইত্যাদি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে কুরআন পৌঁছে দেয় সংগঠনটি।

এনিয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “আগামী দিনে ছাত্রশিবির, ছাত্রদল সহ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেবেন। রাজনৈতিক মাঠে একেকজনের আদর্শ, চিন্তা, বক্তব্য আলাদা থাকবে এটাই রাজনৈতিক সৌন্দর্য, এটাই বৈচিত্র। কিন্তু দিনশেষে দেশটা আমাদের সকলের।”

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “বিগত ১৬ বছর আমরা জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন ভাবে গুম, খুন ও হয়রানির শিকার হয়েছি। ৫ আগস্টের পর থেকে আমরা ইতিবাচক রাজনীতি শুরু করেছি৷ রমজান মাস উপলক্ষে দুইভাগে ভাগ করে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ‘ক’ গ্রুপ হাফেজ আর ‘খ’ গ্রুপ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং ইতিবাচক হিসেবে দেখছে।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর