শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তন্ময়সহ শেখ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
  • সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ
  • ২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
  • কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই
  • ওয়ার্ড সচিব ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার
  • নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি

প্রতিপক্ষ কোচের নাক টেনে বিতর্কে মরিনহো

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৫, ১৬:১৯

তুর্কি কাপে গালাতাসারাইয়ের বিপক্ষে হেরেছে গেছে ফেনেরবাচ। এই হার শুধু তাদের বিদায় নিশ্চিত করেনি, বরং দলের কোচ হোসে মরিনহোকে নতুন এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

ম্যাচ শেষে স্বঘোষিত 'স্পেশাল ওয়ান' প্রতিপক্ষ কোচ ওকান বুরুকের নাক ধরে টানেন, যা মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছিল চরমে। ভিক্টর ওসিমেনকে বদলি নামানোর পর খেলায় বিরতি পড়ে, তখন দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঝামেলা বাধে। এই ঘটনায় ফেনেরবাচের মের্ট হাকান ইয়ানদাসসহ পাঁচজন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। যদিও পরিস্থিতি তখনই শান্ত হয়েছে বলে মনে হচ্ছিল, কিন্তু ম্যাচ শেষে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবার দুই কোচের মধ্যে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে মরিনহো পেছন থেকে দৌড়ে এসে ওকান বুরুকের নাক ধরে টান দেন। এতে বুরুক মাটিতে পড়ে যান, আর মরিনহোকে তার খেলোয়াড়রা দ্রুত ড্রেসিংরুমে নিয়ে যায়। অন্যদিকে, বুরুক উঠে দাঁড়িয়ে গালাতাসারাইয়ের জয় উদযাপন করেন।

আসলে মরিনহো ও বুরুকের মধ্যে আগে থেকেই কথার লড়াই চলছিল। তবে মরিনহোর এই আচরণ সেটিকে আরও বাড়িয়ে তুলেছে। তার সাম্প্রতিক কিছু মন্তব্যও সমালোচিত হয়েছে, বিশেষ করে তুর্কি লিগ সম্পর্কে তার মন্তব্য, "এটা খুব অন্ধকার, খুব ধূসর, গন্ধও খারাপ"—যা অনেকে বর্ণবাদী হিসেবে দেখছেন।

এছাড়া, ইউরোপীয় ফুটবলের অন্যতম সফল এই পর্তুগিজ কোচ গালাতাসারাইয়ের তারকা মাউরো ইকার্দির সঙ্গেও কথার লড়াইয়ে জড়িয়েছেন।

এটাই প্রথম নয়, এর আগেও মরিনহো এমন কাণ্ড ঘটিয়েছেন। ২০১১ সালের স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার সহকারী কোচ তিতো ভিলানোভাকে চোখে আঙুল দিয়ে আঘাত করেছিলেন তিনি।

এখনও পর্যন্ত মরিনহোর শাস্তি কী হবে, তা জানা যায়নি। তবে তার ভবিষ্যৎ যে অনিশ্চিত, তা স্পষ্ট। ফেনেরবাচ তুর্কি কাপ থেকে বিদায় নিয়েছে। তাদের একমাত্র ভরসা এখন লিগ শিরোপা। তারা বর্তমানে পয়েন্ট তালিকায় গালাতাসারাইয়ের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে, তবে এক ম্যাচ কম খেলে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর