প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৫, ১৪:৪১
চলতি বছর ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় (প্যাকেজ-১) ভিয়েতনাম থেকে ১২ হাজার ৭০০ মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে।
এরই মধ্যে চুক্তি মোতাবেক ৬০ হাজার মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।
সোমবার (৭ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় ৷
আরও জানানো হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন: