বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তন্ময়সহ শেখ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
  • সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ
  • ২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
  • কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই
  • ওয়ার্ড সচিব ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার
  • নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সা-পিএসজির জয়

খেলা ডেস্ক

প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৫, ১৩:৩৬

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে বার্সেলোনার সামনে দাঁড়াতেই পারেনি বরুসিয়া ডর্টমুন্ড। জার্মানদের ৪-০ গোলে উড়িয়ে দিলো তারা।

রবার্ট লেভানডফস্কি তার পুরানো ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেন। অন্য ম্যাচে গোল খেয়ে অ্যাস্টন ভিলার কাছে পিছিয়ে পড়েছিল প্যারিস সেইন্ট জার্মেই। তবে শেষ হাসি হেসেছে তারাই। ফরাসি চ্যাম্পিয়নরা বুধবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতেছে।

শুরু থেকেই আক্রমণে ছিল বার্সা। প্রথম সাত মিনিটে তিনটি দারুণ সুযোগ তৈরি করে তারা। শেষ পর্যন্ত ২৫তম মিনিটে পাউ কুবার্সির শট থেকে বল পেয়ে কাতালান ক্লাবটিকে এগিয়ে দেন রাফিনহা। চলতি আসরে বার্সেলোনা ফরোয়ার্ডের এটি ১২তম গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব‍্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ইয়ামালের ক্রসে রাফিনহার হেড থেকে বল পেয়ে জালে পাঠিয়ে দেন লেভানডফস্কি।

৬৬তম মিনিটে বক্সের ভেতর থেকে ব্যবধান বাড়ান পোলিশ স্ট্রাইকার। বার্সার আরেকটি উড়ন্ত জয়ে ৭৭তম মিনিটে শেষ গোল করেন লামিনে ইয়ামাল। ২০১৯ সালের পর প্রথমবার সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে হ্যান্সি ফ্লিকের দল। এনিয়ে তারা অপরাজিত থাকলো ২৩ ম্যাচ। পাঁচবারের চ্যাম্পিয়নরা শেষবার ট্রফি উঁচিয়ে ধরেছিল ২০১৫ সালে। সেমিফাইনালে উঠলে তারা মুখোমুখি হবে ইন্টার মিলান কিংবা বায়ার্ন মিউনিখের।

অন্য ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে পিএসজির একচ্ছত্র আধিপত্য ছিল। গোলপোস্টে একের পর এক আক্রমণ ঠেকাচ্ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। এ কারণেই গোল পাচ্ছিল না পিএসজি। উল্টো ৩৫তম মিনিটে প্রতি আক্রমণ থেকে এগিয়ে যায় ভিলা। ইউরি তিলেমানাসের আড়াআড়ি ক্রস থেকে বল জালে পাঠান মরগ্যান রজার্স।

পিএসজি দ্রুত ঘুরে দাঁড়ায়। দেসির দুয়ে, খভিচা ও নুনো মেন্দেসের গোলে সদ্য লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হওয়া দল প্রত্যাশিত জয় পায়। আর সব প্রতিযোগিতায় টানা সাত ম্যাচের জয়যাত্রা থেমে গেলো ভিলার। আগামী মঙ্গলবার ফিরতি লেগে বিশেষ কিছু করতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর