প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫, ১৪:০৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ২১ মিনিট পরে কেন্দ্রে আসায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি এক পরীক্ষার্থীকে।
পরীক্ষার্থীর নাম মো. সাজ্জাদ। তিনি ঢাকার শ্যামলী থেকে এসেছেন। তার পরীক্ষা কেন্দ্র ছিলো কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে।
শনিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার চলাকালে এই ঘটনা ঘটে।
পরীক্ষার্থী সিফাত বলেন, ৫ মিনিটের বেশি হওয়ায় পরীক্ষা কেন্দ্রে ডুকতে দেওয়া হয়নি রাস্তায় জ্যাম ছিলো আর নারায়নগঞ্জ থেকে আসতে দেরি হয়ে গেছে। ডুকতে দেওয়া হয়নি। আমার আর কিছু বলার নেই।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা নির্দেশনায় রয়েছে নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
মন্তব্য করুন: