প্রকাশিত:
২০ এপ্রিল ২০২৫, ১৫:৩৭
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের মিডিয়া ও প্রচার স্বত্ব বিক্রি করতে ব্যর্থ হয়েছে বিসিবি। তাই দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয় দলের খেলা ফিরেছে বিটিভিতে। এদিকে দর্শকদের মাঠে আনতে সিলেট টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয় ৫০ টাকা।
তারপরও মাঠে দর্শকদের টানতে ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ড। প্রথম দিনের খেলা শুরুর পর থেকে এখন পর্যন্ত সিলেটে ক্রিকেট কেন্দ্রিক তেমন উত্তেজনা চোখে পড়েনি। স্টেডিয়ামে মোট দর্শকের সংখ্যাও ছিল একেবারেই হাতে গোনো।
রোববার (২০ এপ্রিল) সিলেটে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৩১ রানে ওপেনার সাদমান (১২) আউট হওয়ার ১ রানের ব্যবধানে সাজঘরের পথ ধরেন জয়ও (১৪)।
তৃতীয় ও চতুর্থ উইকেটে দলের হাল ধরেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ৪০ রান করে শান্ত আউট হলেও ফিফটি তুলে নেন মুমিনুল। তবে পিচে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। ৫৬ রান করে ক্যাচ আউট হন এই অভিজ্ঞ ব্যাটার।
এরপর উইকেট মিছিল শুরু করে মুশফিকুর রহিম (৪), মেহেদী হাসান মিরাজ (১) এবং তাইজুল ইসলাম (৩)। এতে দলীয় ১৪৬ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।
মন্তব্য করুন: