প্রকাশিত:
২০ এপ্রিল ২০২৫, ১৫:৫১
ভারী বৃষ্টিপাতের ফলে ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। বন্ধ হয়ে গেছে শ্রীনগর-জম্মু জাতীয় মহাসড়কও। এর ফলে বিভিন্ন স্থানে বহু যানবাহন আটকা পড়েছে এবং কিছু গাড়ি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রামবান অন্যতম। সেখানে বহু গাছ উপড়ে পড়েছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটেছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
গত বৃহস্পতিবার প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে এই দুর্যোগের সূচনা হয়। এরপর দ্রুত বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।
উধমপুর জেলার সাতেনি পঞ্চায়েতের সাবেক সরপঞ্চ পরশোত্তম গুপ্ত বলেন, আমার পঞ্চায়েত পরিদর্শন করেছি। বহু গাছ উপড়ে পড়েছে। সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত। গত ৪-৫ বছরে এতটা ঝড়ো হাওয়া হয়নি।
স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই দুর্যোগজনক আবহাওয়া তৈরি হয়েছে।
রামবানের ধরম কুন্ড গ্রামে প্রায় ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১০০র বেশি গ্রামবাসীকে উদ্ধার করেছেন।
জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কের নাশরি থেকে বানিহাল পর্যন্ত অন্তত এক ডজন স্থানে ভূমিধস ও কাদার স্রোত দেখা গেছে, ফলে যান চলাচল সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে।
ট্রাফিক বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, ভূমিধস, কাদা স্রোত ও পাথর গড়িয়ে পড়ার কারণে এই গুরুত্বপূর্ণ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের মহাসড়কে যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন: