প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৫, ১০:৪১
বায়ুদূষণে বিশ্বের ১২৫ নগরের মধ্যে ১২তম অবস্থানে রয়েছে ঢাকা। সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টায় আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ছিল ৯৮।
বায়ুর এই মানকে ‘সহনীয়’ বলে বিবেচনা করা হয়।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার নিয়মিত বায়ুদূষণ পরিস্থিতি তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে ধারণা দেয়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। তবে স্কোর ১০১ থেকে ১৫০ থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
সকাল সোয়া ৯টায় এই প্রতিবেদন লেখার সময়ে বায়ুর মান ১৭৭ নিয়ে বায়ুদূষণে শীর্ষে ছিল ভারতের দিল্লি। ১৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তানের করাচি। ১৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। সকালে ঢাকার বাতাসে এর উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৬ দশমিক ৮ গুণ বেশি।
মন্তব্য করুন: