বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তন্ময়সহ শেখ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
  • সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ
  • ২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
  • কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই
  • ওয়ার্ড সচিব ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার
  • নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি

ইলন মাস্কের মায়ের সঙ্গে দেখা গেল জ্যাকলিনকে, কোথায় গেলেন তারা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৫, ১৭:২২

সদ্য নিজের মাকে হারিয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এ কয়েক দিনে নিজেকে অনেকটাই সামলে নিয়েছেন অভিনেত্রী।

তবে মা হারানোর এই বিরহের মধ্যে সোমবার মার্কিন ধনকুবের ইলন মাস্কের মা মে মাস্কের সঙ্গে দেখা গেল অভিনেত্রীকে। সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দিলেন দু’জনে। এসময় মাস্কের মা পরেছিলেন সাদা রঙের কুর্তা, প্রায় একই রঙের চুড়িদার পরেছিলেন জ্যাকলিনও।

শোনা যাচ্ছে, ইলন মাস্কের মা নিজের বইয়ের উদ্বোধনের কারণে মুম্বাই এসেছেন। ইলনের মায়ের সঙ্গে আলাপ করে অভিভূত জ্যাকলিন বলেন, ‘তার সঙ্গে মন্দিরে পূজা দেওয়ার অভিজ্ঞতা খুবই সুন্দর। মে নিজের বইপ্রকাশ অনুষ্ঠানে ভারতে এসেছেন। তিনি এমন এক নারী যাকে নমনীয়তার প্রতীক বলা যায়। আমাকে অনেক কিছু শিখিয়েছে তার ব্যবহার। তাকে দেখে মনে হয়েছে বয়স কেবল একটি সংখ্যামাত্র। বয়স কখনো কারও স্বপ্ন এবং লক্ষ্য নির্ধারণ করতে পারে না।’

চলতি বছর জ্যাকলিনের চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর পৃথিবীর অন্যতম ধনী ইলন মাস্কের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। উল্লেখ্য, এই সময় সুকেশ সংশোধনাগারে। সেখান থেকেই ইলন মাস্কের সংস্থা ‘এক্স’-এ ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এরপর আরও ১ বিলিয়ন ডলার তিনি আগামী বছর বিনিয়োগ করতে চান।

এক চিঠিতে সুকেশ লিখেছেন, ‘হ্যালো ইলন, গর্ব করে বলছি, আমি অবিলম্বে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চাই আপনার সংস্থা ‘এক্স’-এ। পরের বছর আরও এক বিলিয়ন বিনিয়োগ করতে চাই। মোট ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চাই।’

খোলা চিঠিতে ইলন মাস্কের ভূয়সী প্রশংসাও করেছিলেন তিনি। জীবনের বহু ক্ষেত্রে তার দ্বারা অনুপ্রাণিত বলেও দাবি করেছেন সুকেশ।

সুকেশ লেখেন, ‘ইলন মাস্ক, আপনি এমন একজন, যার দ্বারা আমি সত্যিই অনুপ্রাণিত। আপনি দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। যা যা অর্জন করেছেন এবং তৈরি করেছেন, তা অসাধারণ। আপনার কাজের জগতের সামান্য অংশে যোগ দিতে পারলে আমার কাছে তার চেয়ে বড় কিছু হবে না।’ যদিও সুকেশের এই চিঠির জবাব দেননি ইলন মাস্ক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর