বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ওয়ার্ড সচিব ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার
  • নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি
  • প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
  • দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে
  • নতুন দল নিবন্ধনে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি
  • অতিরিক্ত হর্ন বাজানো শুধু আইন লঙ্ঘন নয় আচরণগত অবক্ষয়ও
  • ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

কাশ্মীরে হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৫, ১১:৪৪

জম্মু ও কাশ্মীরের অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের স্থান পাহেলগাঁওয়ের বৈসারান উপত্যকায় ভয়াবহ এক অস্ত্রধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। মঙ্গলবারের এই ঘটনায় গোটা ভারতে শোক বিরাজ করছে।

ভারতের স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে হামলকারীদের একটি ছবি প্রকাশ করা হয়েছে। এটিকে কোনো হামলাকারীর প্রথম ছবি বলে উল্লেখ করা হচ্ছে। ছবিতে এক অস্ত্রধারী দেখা গেলেও তার মুখ দেখা যাচ্ছে না।

জানা গেছে, ট্রেকিং অভিযানে অংশ নেওয়া একটি পর্যটক দলকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় অজ্ঞাত পরিচয়ধারী কয়েকজন অস্ত্রধারী। হামলার সময় আশপাশে থাকা মানুষজন আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়ে। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ রূপ নেয় রক্তাক্ত অস্থিরতায়।

এ ঘটনায় দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি সংগঠন, যা নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বার একটি উপধারা হিসেবে পরিচিত। এই সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তারা এ হামলার দায় নিচ্ছে।

ঘটনার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরবে তার সরকারি সফর সংক্ষিপ্ত করে দিল্লিতে ফিরে আসেন। তিনি আজ মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন এবং কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন বলে জানা গেছে।

এদিকে, নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে। হামলাকারীদের ধরতে পাহাড়ি অঞ্চলজুড়ে তল্লাশি চলছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। হামলার পর একাধিক জাতীয় নেতা ও প্রশাসনিক কর্মকর্তা এই নৃশংস ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর