শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তন্ময়সহ শেখ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
  • সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ
  • ২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
  • কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই
  • ওয়ার্ড সচিব ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার
  • নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি

এবার পাকিস্তান নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কঠিন সিদ্ধান্ত

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫, ১৬:১২

সীমান্তের উত্তেজনার কারণে ভারত-পাক ক্রিকেটে সব সময়ই প্রভাব ফেলেছে। অথচ ক্রিকেটবিশ্বে এশিয়ার দুই প্রতিবেশী দেশের মুখোমুখি লড়াই অনেক জনপ্রিয়। এই দুই দেশের উত্তেজনার কারণে ভারত-পাক লড়াই উপভোগ করা থেকে ক্রিকেটপ্রেমীদের বরাবর বঞ্চিত করেছে।

দীর্ঘদিন ধরে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়ায়নি। বর্তমানে কাশ্মিরে সৃষ্ট পরিস্থিতির জন্য ভবিষ্যতেও ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক কোনো সিরিজ হবে না বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা।

ভারতের এক গণমাধ্যমে রাজীব শুক্লা বলেন, 'আমরা (হামলায়) ক্ষতিগ্রস্তদের পাশেই আছি এবং আমরা এর নিন্দা জানাই। আমাদের সরকার যাই বলুক না কেন, আমরা তাই করব।'

তিনি আরও বলেন, 'সরকারের সিদ্ধান্তের কারণে আমরা পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলছি না এবং ভবিষ্যতেও আমরা তাদের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলব না।'

তবে তিনি নিশ্চিত করেন, আইসিসি ইভেন্টে পাকিস্তানের সঙ্গে খেলা চালিয়ে যাবে ভারত। মূলত আইসিসির বৈশ্বিক ইভেন্টের স্বার্থেই এমন সিদ্ধান্ত ভারতের।

সর্বশেষ ২০১২-১৩ সালে সীমিত ওভারের সিরিজ খেলার জন্য ভারতে আসে পাকিস্তান দল। সেটাই ছিল দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় শেষ সিরিজ। এর আগে, ভারত ২০০৮ সালে সর্বশেষ পাকিস্তান সফরে যায়। এরপর থেকে দুই দলের লড়াই কেবল আন্তর্জাতিক টুর্নামেন্টের মঞ্চেই সীমাবদ্ধ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারতে খেলতে গেলেও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে যায়নি।  

উল্লেখ্য, হামলার দায় স্বীকার করেছে ‘কাশ্মীর রেসিস্ট্যান্স’ নামে একটি গ্রুপ। গ্রুপটির দাবি, কাশ্মীরে ৮৫ হাজারেরও বেশি মানুষ বাইরে থেকে এসে বসতি গড়েছেন। এ কারণে স্থানীয় জনগণের ওপর ‘ডেমোগ্রাফিক পরিবর্তন’ ঘটানো হচ্ছে। এটি প্রতিরোধের জন্য তারা এ হামলা চালিয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর