প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৫, ১০:২৭
চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলেও জানান আবদুর রাজ্জাক।
মন্তব্য করুন: