বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ওয়ার্ড সচিব ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার
  • নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি
  • প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
  • দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে
  • নতুন দল নিবন্ধনে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি
  • অতিরিক্ত হর্ন বাজানো শুধু আইন লঙ্ঘন নয় আচরণগত অবক্ষয়ও
  • ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তিনটি ঐতিহাসিক জয়

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৫, ১৫:১৮

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ মাঠে গড়ালেই দেশের ক্রিকেটের অতীত মনে পড়ে যায় দর্শকদের। কারণ, লাল-সবুজের ক্রিকেট ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রোডেশিয়ানরা। জিম্বাবুয়েকে হারিয়ে ক্রিকেটের তিন ফরম্যাটে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। 

জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ঐতিহাসিক জয়ের ঘটনা তুলে ধরা হলো

প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জয়

১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে সূচনা হয় বাংলাদেশ ক্রিকেটের নতুন দিগন্তের। মালয়েশিয়া অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে তৎকালীন ক্রিকেটের পরাশক্তি কেনিয়াকে পরাজিত করে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। 

এর ঠিক দুই বছর পর আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে প্রতিনিধিত্ব করে লাল-সবুজেরা। প্রথমবার অংশ নিয়েই পরাক্রমশালী পাকিস্তান ও পরীক্ষিত স্কটল্যান্ডকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন আকরাম খান-খালেদ মাহমুদ সুজনরা। 

এরপরের বছর অর্থাৎ ২০০০ সালে ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটের আঙিনায় ক্রিকেট পা রাখে বাংলাদেশ।কিন্তু টেস্ট যে ধৈর্য্যর খেলা তা হাড়েহাড়ে টের পেয়েছিলেন এনামুলহক জুনিয়ররা। কারণ, সাদা পোশাকে প্রথম জয়ের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছিল প্রায় ৫টি বছর এবং ৩৪ ম্যাচ।

২০০৫ সালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ২২৬ রানে জয় পায় টাইগাররা। এটি ছিল বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়। ৬ উইকেট নিয়ে সেই জয়ের অন্যতম নায়ক ছিলেন এনামুলহক জুনিয়র। পরের ম্যাচ ড্র হলে ১-০ ব্যবধানে প্রথম টেস্ট সিরিজ ঘরে তোলে বাংলাদেশ।

প্রথম ওয়ানডে সিরিজ জয়

১৯৯৭ সালে কেনিয়াকে পরাজিত করে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ৫০ ওভারের এই ক্রিকেটের প্রথম সিরিজ জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় ৮ বছর। ২০০৫ সালে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে রোডেশিয়ানদের ৩-২ ব্যবধানে পরাস্ত করে প্রথম টেস্ট সিরিজ ঘরে তুলেছিল টাইগাররা।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে এক হাত দিয়ে রেখেছিল জিম্বাবুয়ে। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তনে পরের দুই ম্যাচ সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা। তাই পঞ্চম ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। সেই ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছিল হাবিবুল বাশারের দল। বোলিংয়ে ২ উইকেট এবং ব্যাট হাতে ৬৬ বলে ৭২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন মোহাম্মদ রফিক।

উল্লেখ্য, ওয়ানডেতে বাংলাদেশের প্রথম জয়টি এসেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ওয়ানডেতে প্রথম জয় পেয়েছিল টাইগাররা। সেই জয়ের অন্যতম নায়ক সেঞ্চুরি করা মোহাম্মদ আশরাফুল।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম জয়টির সঙ্গেও জড়িয়ে রয়েছে জিম্বাবুয়ে। ২০০৬ সালে এক মাত্র টি-টোয়েন্টি ম্যাচে খুলনায় রোডেশিয়ানদের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগাররা। 

সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৬৬ রানের পুঁজি গড়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান তুলতে পেরেছিল জিম্বাবুয়ে এতে ৪৩ রানের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ব্যাট হাতে ২৬ বলে ৩৬ রান এবং ১ উইকেট শিকার করে ম্যাচসেরা হন মাশরাফী বিন মোর্ত্তজা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর