প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫, ১২:৩৮
রাতারাতি যেন হঠাৎ করেই রোগা হয়ে যান করণ জোহর। এক ধাক্কায় কমে যায় অনেকটা ওজন। কী হয়েছে করণের? তিনি আদৌ সুস্থ আছেন তো? বলিউডের অন্যতম খ্যাতনামা পরিচালকের ভক্তদের ভাবিয়ে তুলেছিল করণের রোগা হওয়ার পেছনে আসল কারণ। প্রথম দিকে এ নিয়ে বিশেষ মন্তব্য না করলেও সম্প্রতি রোগা হওয়ার রহস্য নিজেই ফাঁস করলেন তিনি।
ইনস্টাগ্রাম লাইভে নিজের ওজন কমানোর ব্যাপারে ভক্তদের সঙ্গে খোলাখুলি আলোচনা করেন করণ জোহর।
তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেন, আমি আমার স্বাস্থ্যের সেরা সময়ে রয়েছি। আমি এর চেয়ে ভালো কখনো ছিলাম না।
এত দ্রুত ওজন কমালেন কীভাবে? এক ভক্তের এ প্রশ্নের জবাবে, পরিচালক জানান, রক্ত পরীক্ষা করার পরই তিনি জানতে পেরেছিলেন আসল সমস্যা সেখানেই।
পাশাপাশি করণের ভাষ্য, কেবল মাত্র ওষুধপত্র নয়, তার রোগা পেছনে সবচেয়ে বড় কারণ হলো ডায়েট। দিনে মাত্র একবার খাবার খান করণ।
এই নির্মাতা জানান, তিনি এমন একটি ডায়েটে ছিলেন যা তাকে প্রতিদিন শুধুমাত্র একবার খাবার খেতে বাধ্য করেছিল। এর সঙ্গেই খেলাধুলা থেকে সাঁতার কাটা, সবই করেছেন করণ।
মন্তব্য করুন: